বন্দর প্রতিনিধি:
ঘর মুছানোর নাম করে বাড়ীতে ডেকে নিয়ে বন্দরে কুতুবপুর সাইদা খাতুন মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্রী ও শাররিক প্রতিবন্ধী কিশোরী (১২) কে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের হয়েছে। ধর্ষণের ঘটনার ৫ দিন অতিবাহিত হওয়ার পর বৃহস্পতিবার দুপুরে ধর্ষিতার মা শাাহানাজ বেগম বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৬(৫)১৮।
মামলা সূত্র জানা গেছে, গত ৪মে বৃহস্পতিবার বেলা ১০টায় বন্দর থানার বঙ্গশাসন এলাকার বাদীর ভাসুর আমিরুল ইসলামের ছেলে আলম মিয়া (২৮) ঘর মুছার কথা বলে একই এলাকার শফিকুল ইসলামের মেয়ে তারই চাচাত বোনকে তার নিজ ঘরে ডেকে নেয়। পরে ওই সুযোগে লম্পট জেঠাত ভাই ইচ্ছার বিরুদ্ধে শারিরিক প্রতিবন্ধী চাচাত বোনকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ধর্ষিতা বিষয়টি তার পরিবারকে জানালে তার পরিবার ধর্ষণের ঘটনার ৫ দিন অতিবাহিত হওয়ার পর বৃহস্পতিবার দুপুরে লম্পট জেঠাত ভাইকে আসামী করে বন্দর থানায় মামলা দায়ের করে।
এলাকাবাসী জানিয়েছে, লম্পট ধর্ষক আলম ধর্ষণের ঘটনার পর থেকে পলাতক রয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত পুলিশ ধর্ষিতা মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষা নিরিক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।