আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইয়াবাসহ রফিক (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। ১১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বন্দর উপজেলার লাঙ্গলন্দ জুগিপাড়া থেকে তাকে আটক করা হয়েছে।

আটক রফিকের কাছ থেকে ১শ এক পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সে ওই এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে।

র‌্যাব-১১ এর স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

তিনি জানান, আটক রফিক এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ সংবাদ