আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে ২ মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার-৫

বন্দরে ইয়াবা ও গাঁজা

বন্দরে মাদক ব্যবসায়ী

 

বন্দর প্রতিনিধি:
বন্দর থানা পুলিশ ২ ইয়াবা ব্যবসায়ী ও বিভিন্ন মামলার ৩ পলাতক আসামীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে।
ওই সময় পুলিশ মাদক ব্যবসায়ী সাগরের কাছ থেকে ৫৭ পিছ ইয়াবা ও অপর মাদক ব্যবসায়ী সুমন চন্দ্র দে কাছ থেকে ১৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাতে বন্দর থানার মদনগঞ্জ বসুন্ধরা ও উত্তর লক্ষনখোলা মোহাম্মদীয়া মাদ্রাসাসহ বিভিন্ন এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করা হয়েছে।
জানা গেছে, মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ বসুন্ধরা সিমেন্ট কোম্পানীর সামনে রাস্তায় অভিযান চালিয়ে ৫৭ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মদনগঞ্জ লক্ষারচর এলাকার নয়ামিয়া ছেলে ইয়াবা ব্যবসায়ী সাগর (৩৫)কে গ্রেপ্তার করে।
এ দিকে বন্দর থানা পুলিশ একই রাতে উত্তর লক্ষনখোলা মোহাম্মদীয়া মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে ১৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ শহরের পশ্চিম দেওভোগ এলাকার মৃত শংকর চন্দ্র দে ছেলে ইয়াবা ব্যবসায়ী সুমন চন্দ্র দে (৩৫)কে গ্রেপ্তার করে।
এ ছাড়াও বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে দক্ষিন লক্ষারচর এলাকার মৃত খালেক মিস্ত্রী ছেলে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আব্দুল হালিম (৩৫) ও একই এলাকার জিয়াবল হকের ছেলে মাদক মামলার পলাতক আসামী শ্যামল (২৩) এবং তাজপুর এলাকার জসিমউদ্দিন মিয়ার স্ত্রী অর্থ আত্মসাত মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রুমি (৩২)কে গ্রেপ্তার করে।
ধৃতদের শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।