সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন (নাসিক) ২৭ নং ওয়ার্ডের হরিপুর ও চাপাতলাএলাকার যোগাযোগের জন্য একটি ব্রিজ নির্মাণ করা হয়েছিলো। তবে অদ্ভুত নকশায় তা নির্মার্ণ করায় এখন তা জনগণের তেমন কাজে আসছেনা। ব্রিজের দুপাশে সিঁড়ি থাকায় কোন ধরনের গাড়ি চলাচল করতে পারেনা। এমনকি রিকশা-মোটরসাইকেলের মতো যান চলাচলের অনুপযোগী এই ব্রিজ। ফলে দুর্ভোগ লাগবের চেয়ে আরও বেড়েছে বলে জানান স্থানীয়রা।
স্থানীয়রা জানান, ইউনিয়ন পরিষদ থাকাকালে বন্দর থানার হরিপুর ও চাপাতলা এলাকার জনসাধারণের চলাচলের সুবিধার্থে ব্রিজটি নির্মাণ করা হয়। ব্রিজটি যতটুকু চওড়া আছে তাতে এ ব্রিজ দিয়ে প্রাইভেটকারও চলতে পারে। তবে ব্রিজটি নির্মাণকালে অজানা কারনে দুপাশে সিঁড়ি রাখা হয়েছে। যার ফলে এ ব্রিজ দিয়ে প্রাইভেটকারতো দূরের কথা কোন রিকশাও চলতে পারেনা। কেউ প্রয়োজনে কোন যানবাহন দিয়ে যাতায়াত করতে চাইলে তাকে ৩ কিলোমিটার ঘুরতে হয়। হরিপুরের একাধিক ব্যক্তি জানান , ব্রিজের দ’ুপাশে সিঁড়ি থাকার কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের যাতায়াতের পাশাপাশি অন্যান্য শ্রেণি-পেশার মানুষের চলাচলে চরম অসুবিধা হচ্ছে। দুটি এলাকার বসবাসকারীদের প্রায় ৩ কিলোমিটার রাস্তা অতিরিক্ত ঘুরে ওপার থেকে এপার কিংবা এপার থেকে ওপার যেতে হচ্ছে। ফলে আমাদের সময় নষ্ট হচ্ছে দুই মিনিটের জায়গায় আধা ঘন্টা ঘুরতে হচ্ছে। তারা জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এর মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি কয়েক বছর আগে এই ব্রিজের উপর দাঁড়িয়ে আশ্বাস দিয়েছিলেন শীঘ্রই এ সমস্যার সমাধান কওে দেওয়া হবে।
এ বিষয়ে নাসিক ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুল দৈনিক সংবাদচর্চাকে জানান, এ এলাকা যখন ইউনিয়ন পরিষদের অধীনে ছিলো তখন এ ব্রিজটি নির্মাণ হয়। তবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এ বিষয়ে প্রকল্প গ্রহণ করেছে। অর্থ বরাদ্দ হলেই ব্রিজটি নতুন করে নির্মাণ করা হবে।