নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের বন্দরে আম পাড়াকে কেন্দ্র করে আবুল হোসেন (৬০) নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে শ্বশুরবাড়ির লোকজন। এ ঘটনায় নিহতের ছেলে কাজল বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন।
শনিবার (১১ মে) সকাল সাড়ে ৮টায় বন্দর নরপদি এলাকায় এ ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে বন্দর থানার এস আই রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ১শ’ শয্যা (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠান। নিহত আবুল হোসেন চৌধুরীবাড়ী এলাকার মৃত কফু প্রধানের ছেলে।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘জমি সংক্রান্ত বিবাদের জেরে আজ সকালে আম পাড়াকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া হয় এবং এ ঘটনা ঘটে। তদন্ত চলছে, বাকিটা ময়না তদন্তের রিপোর্ট ও তদন্তের পর বুঝা যাবে।’