আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জের বন্দরে সাবদী এলাকায় প্রবাসীর স্ত্রী সুমি নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। তিনি আইছতলা গ্রামের মৃত আলী আক্কাস মিয়ার ছেলে আল আমিন মিয়ার স্ত্রী। রোববার ১৪ জুন সকাল ১০ টার দিকে শশুর বাড়িতে এ ঘটনা ঘটে।
বন্দর থানার ওসি রফিকুল ইসলাম সংবাদচর্চাকে জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট দেখে বিস্তারিত বলা যাবে ।

স্থানীয়রা জানান, রোববার সকালে আইছতলা গ্রামের দক্ষিন পাশে নতুন ঘর তোলা নিয়ে পরিবারের সবাই ব্যস্ত ছিল। কিন্তু  সুমি বাড়িতে একাই ছিল,পরে গোসল করে ঘরের ভিতরে চলে যায়। এর ঘন্টা কয়েক পর বাড়িতে প্রবেশ করে ঘরের দরজা বন্ধ দেখতে পায়। পরে বাড়ির আশে-পাশের লোকজনকে ডেকে ঘরের দরজা ভেঙ্গে দেখতে পায় ঘরের আড়ার সাথে উড়না পেচিয়ে ঝুলে আছে।