আজ শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

বন্দর উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। ধর্ষিতার মা বাদী হয়ে ২৭জুন বৃহস্পতিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।

ঘটনা বিবরণে জানা গেছে, ২৬ জুন বুধবার সকাল সাড়ে ৫টায় কিশোরীর মা বাড়িরের বাইরে যায়। ওই সুযোগে রুপালী আবাসিক এলাকার সহিদ মিয়ার লম্পট ছেলে শাকিব কৌশলে বাসায় প্রবেশ করে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী মেয়েকে ঘুমন্ত অবস্থায় ধর্ষণ করে পালিয়ে যায়। পরে কিশোরী বিষয়টি তার অভিভাবকদের জানালে এ ব্যাপারে ধর্ষিতার মা বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।