সংবাদচর্চা রিপোর্ট:
নিজ বাড়িতে চির নিদ্রায় শায়িত হয়েছেন নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত নারায়ণগঞ্জের বন্দরে ওমর ফারুক তাঁর ৷
বুধবার (২৭ মার্চ) সকাল ১০টায় বন্দরের সিরাজউদ্দৌলা ক্লাব মাঠে ফারুকের জানাজা অনুষ্ঠিত হয়৷ জানাযার পরে তার দাফন কার্য সম্পন্ন করা হয়৷
জানাযায় উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, নাসিক ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ভূইয়াসহ এলাকাবাসী৷
এদিকে মঙ্গলবার (২৬ মার্চ) সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাত ১০টা ২৫ মিনিটে তাঁর লাশ ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পৌঁছায়।
বিমানবন্দরে ফারুকের পরিবারের পক্ষে তাঁর ভগ্নিপতি সারোয়ার হোসেন লাশ গ্রহণ করেন। সকল আনুষ্ঠানিকতা শেষ করে ভোরে ফারুকের লাশ বন্দরের রাজবাড়িতে এসে পৌঁছায়।
নিহত ওমর ফারুকের ভগ্নিপতি সারোয়ার হোসেন জানান, ভোরে ফারুকের লাশ বন্দরের রাজবাড়িতে এসে পৌঁছায়।
উল্লেখ্য, ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে জুমার নামাজের পর সন্ত্রাসী হামলায় ৫০ জন প্রাণ হারান। তাঁদের মধ্যে বন্দরের ওমর ফারুক নিহত হন। ওমর ফারুক বন্দরের রাজবাড়ির মৃত আব্দুর রহমানের একমাত্র ছেলে। তিন বোনের একমাত্র ভাই ফারুক ২০১৫ সালে পাড়ি জমিয়েছিলেন সুদূর নিউজিল্যান্ডে। সেখানে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতেন ওমর ফারুক। ২০১৭ সালের ডিসেম্বরে সবকিছু গুছিয়ে দেশে ফিরে বিয়ে করেন একই এলাকার সানজিদা জামান নিহাকে। বিয়ের কিছুদিন পরই ফিরে যান তিনি। গত ১৬ নভেম্বর ছুটি নিয়ে আবারো দেশে আসেন। কিছুদিন বাড়িতে পরিবারের সঙ্গে কাটিয়ে ১৮ জানুয়ারি নিউজিল্যান্ড ফিরে যান তিনি। তার স্ত্রী সানজিদা জামান নিহা বর্তমানে ৩ মাসের অন্তঃসত্ত্বা।