আজ বৃহস্পতিবার, ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে ত্রাণ সামগ্রী বিতরণ

নিজস্ব সংবাদদাতা
বিশ্বজুড়ে ভয়াবহ হয়ে উঠা প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে দিন মজুরি খেটে খাওয়া দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও সাবান বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে বন্দর থানাধীন বুরুন্দি এলাকায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবুল হাসনাত মো. শহিদ বাদলের উদ্যোগ এবং কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জুলহাস সরকারের সার্বিক তত্বাবধানে তার নিজ বাসভবনে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় ত্রাণ নিতে আসা সকলকে প্রথমেই সাবান দিয়ে হাত ধোয়ানো হয়। পরে করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে সচেতনতা মূলক পরামর্শ দেওয়া পরামর্শ দেওয়া হয় এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তাদের মাঝে সামগ্রীগুলো বিতরণ করা হয়।

এমআই/এসএমআর