আজ শনিবার, ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে ডেভিল হান্টে আ’লীগ ও যুবলীগ নেতা গ্রেফতার

বন্দর প্রতিনিধি:

বন্দরে অপারেশন ডেবিল হান্ট অভিযানে আ’লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ৩১ আগষ্ট সকালে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী।

পুলিশ বলছে ‘অপরেশন ডেভিল হান্ট’ অভিযান চলমান রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

ধৃতরা হচ্ছে মহানগর ২৭ নং ওয়ার্ড আ’লীগের সহ সভাপতি নাজিম উদ্দিন (৪৮) ও মুছাপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বার এবং একই ইউনিয়নের যুবলীগের সহ সভাপতি মাহাবুব আলম(৫৮)।

গ্রেপ্তারকৃত নাজিম উদ্দিন বন্দর চাপাতলী এলাকার মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে ও অপর ধৃত মাহাবুব আলম মুছাপুর চরধলেশ্বরী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে ।

গ্রেপ্তারকৃতদের রবিবার (৩১ আগস্ট) দুপুরে বন্দর থানার দায়েরকৃত বৈষম্য বিরোধী মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে গত শনিবার (৩০ আগস্ট) রাতে বন্দর থানার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলা ও বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে,গত ৫ আগস্ট ২০২৪ ইং সকাল ১১টায় বন্দর থানার একরামপুরস্থ কদম রসুল কলেজের সামনে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীসহ ধৃত যুবলীগ নেতা ও মুছাপুর ৯নং ওয়ার্ড মেম্বার মাহাবুব আলম ও তার  দোসররা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে
বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থী আশিককে হত্যার উদ্দেশ্য বেদম ভাবে পিটিয়ে ও কুপিয়ে জখম  করে। অপরদিকে মদনপুর দেওয়ান বাগ এলাকায় গত ২০২৪ সালের জুলাই মাসের ২০ তারিখ রাতে বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরনের বাড়িতে বন্দর উপজেলা আ’লীগের সহ সভাপতি গাজী এমএ সালামসহ আ’লীগ নেতা নাজিম উদ্দিনসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী হামলা ও লুটপাট চালায়।