আজ বৃহস্পতিবার, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে ডিবির হাতে গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের বন্দরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অভিযানে ২০ পিছ ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারী) ভোর সাড়ে ৫টায় বন্দর থানার নবীগঞ্জ টি-হোসেন রোড ডিলার বাড়ি সামনে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করে ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার নবীগঞ্জ টি-হোসেন রোড এলাকার ডিপটি মিয়ার ছেলে মিশেল (২৫) একই এলাকার মৃত আব্দুল সামাদ মিয়ার ছেলে এরশাদ (৪৫) ও ১নং মাধবপাশা এলাকার শাহআলম মিয়ার ছেলে সুজন (৩১)।

এসএএইচ/এসএএইচ