বন্দর প্রতিনিধি:
শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের ৩৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি ও অংঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া এবং কাঙ্গালীভোজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৪টায় বন্দর উপজেলার ঘারমোড়া এলাকায় এ উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আলহাজ্ব এডঃ মতিউর রহমান মতিন, বন্দর থানা বিএনপি সদস্য ও সাবেক ৩নং ওয়ার্ড মেম্বার বুলবুল আহাম্মেদ, বন্দর থানা বিএনপি প্রচার সম্পাদক মোজাম্মেল, বন্দর থানা বিএনপি নেতা সাইফুল ইসলাম সোহেল, বন্দর উপজেলা যুবদলের প্রচার সম্পাদক মোঃ আশাবুদ্দিন, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ মোস্তফা মিয়া, সাধারন সম্পাদক ডাঃ স্বপন, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ দেলোয়ার প্রধানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মিলাদ ও দোয়া মাহফিল পূর্বে বন্দর থানা বিএনপি প্রচার সম্পাদক মোঃ মোজাম্মেল সাংবাদিকদের বলেন, বর্তমানে বিএনপির প্রতিটি নেতাকর্মী পুলিশি আতংকে ভূগছে। যার কারনে বন্দরে কোন স্থানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন করতে পারেনি তারা। পুলিশের রক্তচক্ষুকে উপেক্ষা করে বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ জিয়া শাহদাৎ বার্ষিকী পালন করতে ভূল করেনি।