আজ বুধবার, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

বন্দরে দরজা ভেঙ্গে কলেজ ছাত্রী লায়লা আক্তার (২০) এর ঝুলান্ত লাশ উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ।  ৭ ফেব্রুয়ারী শুক্রবার বেলা ১১টায় বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগরস্থ নয়াপাড়া এলাকায় আবুধাবি প্রবাসী মামুনের বাড়ি থেকে ওই লাশ উদ্ধার করা হয়। মৃত কলেজ ছাত্রী লায়লা আক্তার  কুমিল্লা জেলার দাউদকান্দী থানার পিতাম বরদীস্থ খামার পাড়া এলাকার মোস্তাক ভুইয়ার মেয়ে। সে গৌরিপুর মুন্সি কলেজের ডিগ্রী ২য় বর্ষের ছাত্রী বলে জানা গেছে। পুলিশ লাশ উদ্ধার করে দুপুরে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল র্মগে প্রেরণ করেছে।

কলেজ ছাত্রী আত্মীয় সূত্রে জানা গেছে, গত ১ সপ্তাহ পূর্বে কলেজ ছাত্রী লায়লা আক্তার বন্দর উপজেলার সোনাকান্দা এনায়েতনগরস্থ নয়াপাড়া এলাকায় তার বড় বোনের বাড়িতে বেড়াতে আসে। এর ধারাবাহিকতায় গত ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে বড় বোন ও তার প্রবাসী স্বামীর সাথে কথা বলে পাশের একটি রুমে ঘুমাতে যায়। পরে গত ৭ ফেব্রুয়ারী শুক্রবার সকালে কলেজ ছাত্রী লায়লা আক্তার ঘুম থেকে না উঠলে তার বড় বোন তাকে মোবাইল ফোনে কল দেয়। সে কলা রিসিভ না করায় বাড়ির লোকজন পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে দরজা ভেঙ্গে কলেজ ছাত্রীর ঝুলান্ত লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, অপমৃত্যুর মামলা হয়েছে।