আজ শুক্রবার, ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দরে কদমতলী থানার দ্রুত বিচার আইন মামলার সাঁজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার-৩

বন্দরে কদমতলী

বন্দরে কদমতলী

বন্দর প্রতিনিধি:
দ্রুত বিচার আইন মামলার সাঁজাপ্রাপ্ত মহিলা পলাতক আসামীসহ প্রিতি ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ২ আসামীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার দিনগত রাতে বন্দর থানার হালুয়াপাড়া, নবীগঞ্জ জিএরোড ও একরাপুর এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলো বন্দর উপজেলার হালুয়াপাড়া এলাকার মৃত কুদরত আলী মিয়ার মেয়ে ঢাকা ডিএমপি কদমতলী থানার ৯(৩)১২ নং দ্রুত বিচার আইন মামলার সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী প্রিতি (২৩) ও নবীগঞ্জ জিএরোড এলাকার মৃত আফাজ উদ্দিন মিয়ার ছেলে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আমিনুল হাসান ওরফে স্বপন (৪০) ও একরামপুর এলাকার আমিরুল হকের ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী বাদল (৪৬)।
ধৃতদের শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

স্পন্সরেড আর্টিকেলঃ