আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে ইয়াবা ও গাঁজাসহ আটক ৪

বন্দরে ইয়াবা ও গাঁজা

বন্দরে ইয়াবা ও গাঁজা

 

বন্দর প্রতিনিধি:
বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও সিদ্ধিরগঞ্জ এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবু পালিয়ে গেছে। রোববার রাতে ও সোমবার ভোরে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। ধৃত ৪ মাদক ব্যবসায়ী কাছ থেকে পুলিশ ১ হাজার ১২ পিছ ইয়াবা ট্যাবলেট ও ২’শ গ্রাম গাঁজা উদ্ধার করে।
এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং যথাক্রমে ৪৯ (৫)১৮, ৫১(৫)১৮ ও ৫২(৫)১৮।
থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার এএসআই ইলিয়াছ খানসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৫টায় বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ একই এলাকার ই¯্রাফিল মিয়ার মাদক ব্যবসায়ী ছেলে আলম (২৮)কে গ্রেপ্তার করে। ওই সময় সিদ্ধিরগঞ্জ এলাকার কুখ্যাত মাদক স¤্রাট বাবু পলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। একই সময়ে বন্দর থানার এএসআই বিরাজ আমিরাবাদ বটতলা এলাকায় অভিযান চালিয়ে ২’শ গ্রাম গাাঁজাসহ ধামগড় সেনেরবাড়ী এলাকার মৃত ইদ্রিস আলী বেপারী ছেলে গাঁজা ব্যবসায়ী মোস্তফা (৫০)কে গ্রেপ্তার করে।
এ ছাড়াও রোববার রাতে বন্দর ফাঁড়ী পুলিশ নবীগঞ্জ বাগবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একই এলাকার বারেক মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী আমিনুল ইসলাম (৩৩) ও উক্ত এলাকার শোভা মিয়ার ছেলে নিলয় আহাম্মেদ বাবু (২৬)কে গ্রেপ্তার করে।
ধৃত ৪ মাদক ব্যবসায়ীকে পৃথক ৩টি মাদক মামলায় সোমবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করেছে পুলিশ।