২৩৮ পিছ ইয়াবা ও ১টি মোবাইল সেটসহ ২ ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১ সিপিএসসি নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি দল। ১৩ মার্চ (শুক্রবার) বিকেল ৪টায় বন্দর থানার চন্ডিতলা বিলে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। এ ব্যাপারে র্যাব-১১ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজুর প্রস্তুতি চালাচ্ছে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার লেংগুটিয়া এলাকার মৃত কামাল হোসেন মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী রাজ (৩৭) ও চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার বালিথোবা বাজার এলাকার ইউসুফ মিজি ছেলে অপর ইয়াবা ব্যবসায়ী রাফি (১৯)। আটকৃত মাদক ব্যবসায়ীদের রাতে বন্দর থানা পুলিশে সোর্পদ করে র্যাব-১১ অভিযানিক দল।
র্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আটকৃত মাদক ব্যবসায়ীরা র্দীঘ দিন ধরে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাসহ আশপাশ এলাকায় ইয়াবা বিক্রয় করে আসছে।