আজ বুধবার, ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

বন্দরে মাদক বিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছেন পুলিশ । শনিবার (২৫ মে) রাতে বন্দরের কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনোয়ার হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সালাউদ্দিন (৪২) নবীগঞ্জ বাগে-জান্নাত কবরস্থান এলাকার মৃত মহিউদ্দিন মিয়ার ছেলে ও বরাত হোসেন রাব্বি (৩০) সোনাকান্দা এলাকার মৃত আশরাফ মিয়ার ছেলে।

এ বিষয়ে তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। বরাত হোসেন রাব্বি সোনাকান্দা এলাকার এক সময়ের ত্রাস শাহেনশাহ্ `র ভাগিনা।