আজ শুক্রবার, ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দরে অটোচালককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা

বন্দরে অটোচালককে

বন্দরে অটোচালককে

বন্দর প্রতিনিধি:
অটোচালক ২ ভাইকে পিটিয়ে আহত করার ঘটনায় ৬ জনকে আসামী করে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মকবুল হোসেন বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়ের করেন । যার মামলা নং- ৮২(৩)১৮ ধারা- ১৪৩/ ৩৪১/ ৩২৩/ ৩০৭/ ৩২৫/ ৩৭৯/ ৫০৬।
জানা গেছে, বন্দর উপজেলার জিধরা এলাকার মুকবল মিয়ার ২ ছেলে হানিফ ও রিফাত অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। কিছু দিন পূর্বে ৩য় পক্ষের মারামারি ঘটনার সন্দেহে ২৬ র্মাচ সকাল সাড়ে ১০টায় অটো চালক রিফাত বন্দর ঘাট থেকে যাত্রী নিয়ে মাধবপাশা এলাকার উদেশ্যে রওনা হয়ে আলীনগর এলাকায় আসলে ওই সময় কান্দিপাড়া এলাকার মজিবুর মিয়ার ছেলে আক্তার, একই এলাকার রবি মিয়ার ছেলে শাওন এবং মাঈনউদ্দিন মিয়ার ২ ছেলে মিঠু ও সিবলু ও আলীনগর এলাকার সোহেল মিয়ার ২ ছেলে আবু তাহের ও আবুল বাসার ক্ষিপ্ত হয়ে বেদম পিটিয়ে আহত করে। সংবাদ পেয়ে তার বড় ভাই অপর অটো চালক হানিফ তার ভাইকে বাচাতে এগিয়ে আসলে হামলাকারিরা তাকেও বেদম পিটিয়ে আহত করে ২টি মোবাইল সেট ও নগদ টাকা ছিনিয়ে নেয়। আহতদের স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আহতদেরকে ঢামেক হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে আহতের পিতা বন্দর থানায় মামলা দায়ের করলে এ মামলায় কাউকে গ্রেপ্তারের সংবাদ জানাতে পারেনি পুলিশ।

স্পন্সরেড আর্টিকেলঃ