আজ মঙ্গলবার, ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে গণপিটুনিতে ‘দুই ডাকাত’ নিহত

বন্দরে

বন্দরে গণপিটুনিতে ‘দুই ডাকাত’ নিহতবন্দরে

সংবাদচর্চা ডেস্ক:নারায়ণগঞ্জের বন্দরে স্থানীয়দের পিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন।মঙ্গলবার রাতে উপজেলার বালিগাঁও গ্রামের এ ঘটনায় নিহতরা ডাকাত দলের সদস্য বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন তিন ব্যক্তি। তাদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বন্দর থানার ওসি মো. আবুল কালাম জানান, রাত ৩টার দিকে রফিক মুন্সী নামের এক ব্যক্তির বাড়িতে ডাকাত সদস্যরা জিনিসপত্র লুট করে চলে যাওয়ার সময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের সবাই জড়ো হন।

তিনি জানান, এক পর্যায়ে ডাকাত পড়ার কথা মাইকে ঘোষণা করা হয়। পরে স্থানীয়রা তাদের ধাওয়া দিয়ে দুইজনকে পিটুনি দেয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।