আজ বুধবার, ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

বনফুলকে ১০ হাজার টাকা জরিমানা

সংবাদচর্চা রিপোর্ট:
নগরীর আমলাপাড়াস্থ বনফুল এন্ড কোং স্টেশনারীতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। অভিযানের নেতৃত্বে ছিলেন ম্যাজিস্ট্রেট শেখ মেজবাহ উল সাবেরিন। এসময় স্টেসনারীর বিভিন্ন খাবারে সরকার প্রণীত মূল্যতালিকা ও ডিলারের ট্যাগ না থাকায় দোকানের দায়িত্বে থাকা ম্যানেজারকে ১০ হাজার টাকা অর্থদন্ড তথা জরিমানা প্রদান করে ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (৯ মে) দুপুর ১ টায় ওই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বনফুল এন্ড কোং’র ম্যানেজার মো. ওয়াসিম বলেন, মূল্য তালিকা ও ডিলারের ট্যাগ না থাকায় ১০ হাজার টাকা অর্থদন্ড করেছেন ম্যাজিস্ট্রেট। আগামীতে এরকম ভুল আর কখনোও হবে না বলে জানান তিনি।
ম্যাজিস্ট্রেট শেখ মেজবাহ উল সাবেরিন বলেন, আমরা সবসময়ই অভিযান পরিচালনা করে থাকি। যার ন্যায় এখানে অভিযান পরিচালনা করতে আসা। বনফুল এন্ড কোং স্টেশনারীতে বিভিন্ন খাবারে সরকার প্রণীত মূল্যতালিকা ও ডিলারের ট্যাগ না থাকায় দোকানের দায়িত্বে থাকা ম্যানেজারকে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। ভবিষ্যতে আবারও অভিযান পরিচালনা করা হবে বলেও দোকান ম্যানেজারকে হুশিয়ারী প্রদান করেন তিনি।

স্পন্সরেড আর্টিকেলঃ