নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশ্বের শোষিত নির্যাতিত মানুষের মুক্তির কণ্ঠস্বর। তিনি যেখানেই অন্যায় অবিচার দেখেছেন সেখানেই প্রতিবাদ করেছেন। পৃথিবী দুই ভাগে বিভক্ত । এক ভাগে শোষক শ্রেণী,আরেক ভাগে শোষিত। বঙ্গবন্ধু ছিলেন শোষিতের পক্ষে।
রবিবার (১৮ আগস্ট) রাজধানীর মতিঝিলে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন ।
তিনি বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন বাঙালি জাতিকে শোষণ মুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ার। কিন্তু দুঃখের বিষয় ১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু ক্ষমতালোভী কুলাঙ্গার জাতির পিতাকে সপরিবারে হত্যা করে। সে দিন বঙ্গবন্ধু হারে নি হেরেছে খুনিচক্র। জাতির পিতার স্বপ্ন তার কন্যা শেখ হাসিনা অক্ষরে অক্ষরে পূরণ করছে। দেশ উন্নত সমৃদ্ধির পথে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।
গোলাম দস্তগীর গাজী বলেন, জিয়া বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছে। ওনার বিচার হওয়া উচিত। তিনি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার দায় এড়াতে পারেন না।
এসময় যমুনা ব্যাংক মতিঝিল শাখা এবং যমুনা ব্যাংক ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত জাতির পিতার পরিবারের সকল শহীদদের আত্নার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।