নবকুমার:
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নবাস্তয়নের লক্ষে জনপ্রতিনিধিদের সততার সাথে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
তিনি বলেন, যেখানে দুর্নীতি আছে সেখানে উন্নয়ন নেই। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দুর্নীতি এবং মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। রূপগঞ্জে কোন দুর্নীতিবাজ মাদক সন্ত্রাসীর স্থান হবে না। যারা দুর্নীতি করবে তাদের কে বহিস্কার করা হবে।
শুক্রবার রূপগঞ্জ উপজেলার নর্বনির্বাচিত ভাইস চেয়ারম্যান সোহেল ভূইয়া রূপসী গাজী ভবনে বস্ত্র ও পাট মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানাতে আসলে তখন মন্ত্রী এসব কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, বর্তমান সরকারের আমলে মানুষের জীবন যাত্রার মান বৃদ্ধি পেয়েছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে । বেকার সমস্যা দুর হচ্ছে।
তিনি বলেন, রূপগঞ্জের কোন উন্নয়ন বাদ থাকবে না। যে সকল কাজ বাদ আছে তা দ্রুত বাস্তবায়ন করা হবে।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের লক্ষে শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। অচিরেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা প্রতিষ্ঠিত হবে।
এছাড়া গোলাম দস্তগীর গাজী রূপগঞ্জ উপজেলার সকল জনপ্রতিনিধিদের দুর্নীতির ঊর্ধ্বে থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলার নর্বনির্বাচিত ভাইস চেয়ারম্যান সোহেল ভূইয়াসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।