আজ রবিবার, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর স্বপ্ন অক্ষরে অক্ষরে পূরণ করা হচ্ছে : বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, জাতির পিতাকে হত্যার মাধ্যমে বাঙালি জাতিকে ধ্বংস করার চেষ্টা করেছে খুনিচক্র। খুনিচক্র বাংলাদেশকে মিনি পাকিস্থান বানাতে চেয়েছিলো। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নাম পরিবর্তন করা হয়েছিলো। জিয়া বঙ্গবন্ধুকে হত্যার দায় এড়াতে পারে না। তিনি জাতির পিতার খুনিদের পুরস্কৃত করেছেন। খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছেন। স্বাধীনতা বিরোধীদের পুনবাস করেছেন।

মঙ্গলবার (২০ আগস্ট) পাট অধিদপ্তরে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষে আয়োজিত এক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন এ দেশকে খুদা দারিদ্র শোষণ মুক্ত সোনার বাংলা গড়ার করার। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অক্ষরে অক্ষরে পূরণ করা হচ্ছে।

গোলাম দস্তগীর গাজী বলেন, ১৫ আগস্ট আর ২১ শে আগস্টের হত্যা কান্ডের মধ্যে তেমন কোন পার্থক্য নেই। আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার জন্য বিএনপি জামায়াত জোট সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা করে। যার দায় খালেদা তারেক এড়াতে পারেন না।

 

তিনি বলেন,পাকিস্তানের আজ কী অবস্থা। দেশ স্বাধীন হওয়ার আগে আমরা করাচিকে স্বপ্নপুরী মনে করতাম। আর ঢাকাকে গ্রাম মনে হতো। কিন্তু ঢাকাকে বর্তমান সরকার স্বপ্নপুরী বানিয়েছি।এখন সারা বাংলাদেশকে শহর বানোনের কাজ শুরু হয়েছে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। আর সেই সুফল আগামী প্রজন্ম ভোগ করবে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো মকবুল হোসেন,আবু বক্কর সিদ্দিক, পাট অধিদপ্তরের মহাপরিচালক মো শামসুল আলম, বিজেএমসি’র চেয়ারম্যান শাহ মো: নাসিম,বিটিএমসি’র চেয়ারম্যান ব্রি: জেনারেল মোহাম্মদ কামরুজ্জামানসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।