আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর সম্মান রক্ষায় না.গঞ্জে সরকারি কর্মকর্তাদের মানববন্ধন

সংবাদচর্চা রিপোর্ট: কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য রাতের আঁধারে ভেঙে ফেলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সরকারি কর্মকর্তা ফোরাম নারায়ণগঞ্জ । ১২ ডিসেম্বর ( শনিবার) সকালে নারায়ণগঞ্জ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন, লিপি ওসমান।এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের দাবি জানান। পরে “জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান” এই শ্লোগানে মানববন্ধন করা হয়। উল্লেখ্য একটি মৌলবাদী গোষ্ঠী সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধীতা করে বঙ্গবন্ধুকে নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছে । যার প্রেক্ষিতে বিভিন্ন সংগঠন প্রতিবাদ করছে।

সর্বশেষ সংবাদ