সংবাদচর্চা রিপোর্ট:
বন্দরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ‘ব্যঙ্গচিত্র’ প্রচারকারী অভিযুক্ত যুবক হাসনাত গালিবের জামিন নামঞ্জুর করেছে আদালত। বুধবার জেলা ও দায়রা জজ আদালত আনিসুর রহমানের আদালতে জামিন চাইলে আদালত শুনানী শেষে জামিন নামঞ্জুর করেন। অভিযুক্ত গালিব সিরাজউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিনের ছেলে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট ওয়াজেদ আলী খোকন। তিনি জানান, আসামীর জামিন চাইলে আদালত শুনানী শেষে জামিন নামঞ্জুর করেন।
এর আগে, ২৭ ফেব্রুয়ারী ১দিনের রিমান্ডের আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিন। প্রসঙ্গত, ২৫ ফেব্রুয়ারী বিকালে গালিব হাসনাতকে গ্রেপ্তার করে বন্দর থানা পুলিশ। মামলা সূত্রে জানা গেছে, গালিব হাসনাত নামে ওই যুবক সম্প্রতি ফেসবুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর দুটি ছবি শেয়ার করেছেন। গালিবের শেয়ার করা ছবি দুটিকে ব্যাঙ্গাত্মক উল্লেখ্য করে মামলা দায়ের করেছেন বন্দরের ২৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও হাজী সিরাজউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জাকির হোসেন।