আজ শনিবার, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফতুল্লা থানা কৃষকলীগের পুষ্পস্তবক অর্পণ

নিজেস্ব প্রতিবেদক: জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ জাতিসংঘের ইউনেস্কো আন্তর্জাতিকভাবে স্বীকৃত হওয়ায় ফতুল্লা থানা কৃষকলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

৩ নভেম্বর শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি নাজিমউদ্দিন আহমেদ, ফতুল্লা থানা কৃষকলীগের সভাপতি মো. আবু হানিফ, সাধারণ সম্পাদক বি.এম কামরুজ্জামান, সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক এস.এম শাহিন আলম, মো. সারোয়ার হোসেন, এনায়েত নগর ইউনিয়নের সভাপতি সুমন মীর্জা, সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, কুতুবপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মো. আর বারেক, আওয়ামলী ওলামালীগের যুগ্ম সম্পাদক মো. লিটন হাওলাদার, ফতুল্লা থানা আওয়ামীলীগ সহ সভাপতি মো. শহীদুল্লাহ মিয়া কৃষকলীগ নেতা আব. জলিল, মোস্তফা, মো. ফারুক শাহ, এস এম লিটন সহ প্রমুখ।