আজ মঙ্গলবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর চেতনাকে ধংস্ব করতেই ২১ শে আগস্ট গ্রেনেড হামলা – এমপি গাজী

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের বিরোধীতাকারী অপশক্তিরাই ২১ শে আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলো।তারা ভেবেছিলো শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর চেতনা চিরতরে নিশ্চিন্ন করে দিতে পারবে। কিন্তু ভাগ্যক্রমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন অলৌকিকভাবে বেচে যায়। কিন্তু প্রাণ হারায় আইভী রহমানসহ বেশ কয়েকজন আওয়ামীলীগের নেতৃবৃন্দ। আজ জাতির কাছে পরিষ্কার কারা এই হত্যাকান্ড ঘটিয়েছিলো। আজ বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দূ্র্বার গতিতে এগিয়ে যাচ্ছে। স্বল্পউন্নত দেশ থেকে  মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।

২১ আগস্ট রুপগঞ্জের রুপসীতে গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় নারায়ণগঞ্জ  ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী এ কথা বলেন।

এসময় তিনি উপস্থিত আওয়ামীলীগের নেতৃবৃন্দদের উদ্দেশে বলেন, দেশে আজও ষড়যন্ত্র হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে পাকিস্তানের সেই পরাজিত প্রেতাত্নারা এখনও সক্রিয় রয়েছে। তাই আওয়ামীলীগের প্রত্যেকটি নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে বাংলার মাটিতে আর যেন ১৫ আগস্ট বা ২১ শে আগস্টের পুনরাবৃত্তি না হয়।

এসময়  দৈনিক সংবাদচর্চার সম্পাদক মো মুন্না খানের সন্চালনায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব,ফিরোজ ভুইয়া,আমির হোসেন,মামুন,মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী মতি শীলা রাণী পাল, কায়েতপাড়া ইউনিয়নের মহিলা ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টি,উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক স্বপন ভুইয়া,যুব মহিলালীগের সভাপতি রীতা,সাধারণ সম্পাদক রিয়া,ছাত্রলীগ নেতা সাকিব,ইমরান, জিটিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান হান্নান,দৈনিক সংবাদচর্চার রুপগঞ্জ প্রতিনিধি তুহিন মোল্লা,ফটো সাংবাদিক সজলসহ প্রমুখ।