বগুড়া প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে মসজিদে আযান দেয়ার সময় বিদ্যুতায়িত হয়ে ওমর ফারুক (২৫) নামের এক মুয়াজ্জিন নিহত হয়েছেন।
রবিবার (১৯ আগস্ট) ফজরের আযান দেয়ার সময় তার মৃত্যু হয়।
নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের কামুল্যা সরকারপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে। স্থানীয়রা জানান, ওই গ্রামের জামে মসজিদের মুয়াজ্জিন গোলাম মোস্তফা। গত শনিবার তিনি মসজিদে আযান দিতে গিয়ে মাইকের মাউথপিচে বৈদ্যুতিক শর্টে অসুস্থ হয়ে পড়েন। ঘটনার দিন রবিবার মুয়াজ্জিনের ছেলে ওমর ফারুক ফজরের আযান দিতে গিয়ে মাইকের মাউথটিচ ধরতেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাদযোহর নিহতের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন থানার ওসি নাসির উদ্দিন।