আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বক্তাবলীর ব্যবসায়ী নুরুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

ফতুল্লা প্রতিনিধি
সদর উপজেলার বক্তাবলীর তরুণ ব্যবসায়ী নুরুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে বক্তাবলী ওয়েলফেয়ার ট্রাস্ট নামের একটি সংগঠন। গতকাল রোববার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন পালন করা হয়।

২০১৫ সালের ৩রা আগস্ট ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডের ভুইগড় রঘুনাথপুরে উৎসব পরিবহনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন বক্তাবলী ওয়েলফেয়ার ট্রাস্টের এই যুগ্ম আহবায়ক।

ট্রাস্টের সভাপতি মো.আলআমিন ইকবালের সভাপতিত্বে ও মতিউর রহমান ফকিরের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন আলীরটেক ইউপির মেম্বার ইকবাল হোসেন মাহমুদ, বক্তাবলী ইউনিয়ন বিএনপি সভাপতি সুমন আকবর, বক্তাবলী ওয়েলফেয়ার ট্রাস্টের, সহসভাপতি জামালউদ্দিন বারী, নাঈমসহ বক্তাবলীর বিভিন্ন পেশাজীবি সাধারন মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, নুরুল ইসলাম হত্যাকান্ডের দু’বছর অতিবাহিত হয়ে গেলেও পুলিশ এখনও পর্যন্ত সুনির্দিস্ট কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি। ২/১জনকে গ্রেফতার করলেও তারা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে উল্টো মামলা তুলে নিতে নিহত নুরুল ইসলামের পরিবারের সদস্যদেরকে অব্যাহত হুমকীর মুখে রেখেছেন। তারা আরও বলেন,একদিকে নুরুল ইসলামকে হারিয়ে শোকাতর ও মানবেতার জীবন-যাপন করছে তার পরিবারের সদস্যরা অন্যদিকে খুনিদের অব্যাহত হুমকীর মুখে পরিবারের সদস্যরা মানসিকভাবে আরো ক্ষতিগ্রস্থ হচ্ছে। তারা অনতিবিলম্বে নুরুল ইসলামের হত্যাকান্ডের সাথে জড়িতদেরকে দ্রুত গ্রেফতারের দাবী জানান প্রশাসনের কাছে।
মানববন্ধন শেষে তারা নুরুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্বারক লিপি প্রদান করেন।