আজ বৃহস্পতিবার, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বক্তাবলীতে জুয়ার আসর প্রশাসন নীরব!

বক্তাবলীতে জুয়ার আসর

 

নিজস্ব প্রতিবেদক:
নারায়নগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের প্রশাসনের নাকের ডগায় চলছে রমরমা জুয়ার আসর। নৌ পুলিশ ফাঁড়ি থেকে মাত্র একশ’ গজের মধ্যেই চলছে জমজমাট এই জুয়ার আসর। দীর্ঘদিন ধরে জুয়ার আসর চলার কারনে এলাকার অনেক লোকজন নিঃস্ব হচ্ছে, দেখা দিচ্ছে চরম ক্ষোভ।
পেশাদার জুয়ার আসর পরিচালনাকারী একটি চক্র নানাভাবে ম্যানেজ করে জুয়ার এই আসর চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
বক্তাবলি ইউনিয়নের গোপালনগর বাজারের মজিদের দোতলায় দীর্ঘ দিন ধরে এ জুয়ার আসর শুরু চলে আসছে। মাঝে কিছুদিন বন্ধ থাকার পর শুরু হয়েছে জমজমাট এ জুয়ার আসর। এ আসর সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলে জুয়ার আসর। জুয়ার আসর কে কেন্দ্র করে আশে পাশে সাজ সাজ রব বিরাজ করে। এলাকাবাসী জানিয়েছে, স্থানীয় দুই লোক এ জুয়ার আসরের আয়োজক তাদের উপর আশীর্বাদ রয়েছে প্রভাবশালীদের।
গোপালনগর বাজারের হাজী চান প্লাজার দ্বিতীয় তলার ইব্রাহিমের অফিসে ও চলে জমজমাট জুয়ার আসর এখানে এলাকার অনেক প্রভাবশালী ধণীরা আসে জুয়া খেলতে রাতভর।
প্রতিরাতের এখানে অর্ধকোটি টাকার জুয়া খেলা হয় বলে সংশ্লিষ্ট একজন দোকানদার জানান।
মার্কেটের মালিক, দোকানদার জুয়ার আসরের কথা স্বীকার করে জানান জুয়ারীরা প্রভাবশালী ও আর্থিকভাবে ধনী হওয়ায় তাদের বিরুদ্বে কিছু বলা যায় না।
এ ব্যাপারে বক্তাবলি নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই নুরুল ইসলাম বলেন, এরকম কোন অভিযোগ আমাদের কাছে নেই। আর আমাদের নৌ ফাঁড়ি, আমরা কোন অভিযানে যাইনা, যদি থানা পুলিশ আসে তাহলে আমরা সহযোগীতা করি। এবিষয়ে আমি ওসি স্যারের সাথে আলাপ করবো।