আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বকেয়া বেতন আদায়ে ডিসিকে স্মারকলীপি

ডিসিকে স্মারকলীপি

ডিসিকে স্মারকলীপি

 

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের টানবাজারের রিতিকা নীট ওয়্যার লিমিটেডের শ্রমিকদের ২ মাসের বকেয়া বেতন আদায়ের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি জমা দিয়েছে গার্মেন্টসটির শ্রমিক ও গার্মেন্ট ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ।
বুধবার (৩০ মে) সকালে গার্মেন্টস এর প্রতিনিধি দল সাক্ষাৎ করেন জেলা প্রশাসক রাব্বি মিয়ার সঙ্গে।
এসময় জেলা প্রশাসক শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের জন্য মালিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করবেন বলে জানান।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গার্মেন্টসটির মালিক রামকৃষ্ণ সাহা প্রায়ই শ্রমিকদের বেতন বকেয়া রাখত। গত ৭ মে গার্মেন্টসের মালিক সকল মালপত্র বিক্রি করে পালিয়ে যায়। বর্তমানে মালিক তার ফোন বন্ধ করে আত্বগোপনে রয়েছেন। এ অবস্থায় প্রায় ৮০/৯০ জন শ্রমিক অর্ধাহারে-অনাহারে রয়েছে। এমত অবস্থায় বকেয়া বেতন আদায় করে দেবার জন্য জেলা প্রশাসকের নিকট আকুল আবেদন জানানো হয়।
স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য দুলাল সাহা, নারায়ণগঞ্জ জেলা গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি এম এ শাহিন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,রিতিকা ফ্যাশন ওয়ার লিঃ এর শ্রমিক একেএম আনিসুজ্জামান, মর্জিনা, হনুফা।