আজ বৃহস্পতিবার, ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফোর্ট উইলিয়ামে আবেগ তাড়িত নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর

 

 সংবাদচর্চা ডেস্ক :   বাংলাদেশের মুক্তিযোদ্ধা প্রতিনিধি দলের উপস্থিতিতে ১৬ ডিসেম্বর কলকাতায় ভারতীয় সেনা বাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দফতর ফোর্ট উইলিয়াম-এ উদযাপিত হল মহান বিজয় দিবস।

শনিবার সকালে ফোর্ট উইলিয়ামের মূল ফটকের সামনে শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানায় বাংলাদেশ থেকে আগত মুক্তিযোদ্ধার একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশারফ হোসেন এমপি। প্রতিনিধি দলে ছিলেন গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকসহ অন্য যুদ্ধজয়ী বীরেরাও।

ভারতের পক্ষে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভারতের তিন সেনাবাহিনীর (স্থল, নৌবাহিনী ও বিমানবাহিনী) পূর্বাঞ্চলীয় শাখার প্রধান। এছাড়াও বীর শহীদদের শ্রদ্ধা জানান দেশটির সাবেক সেনা কর্মকর্তারা।

এর পর সেনাবাহিনীর মাঠে আয়োজিত একাত্তরের মুক্তিযুদ্ধ সম্বলিত একটি প্রদর্শনী ঘুরে দেখেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা প্রতিনিধি দলটি।

সেদিনকার সেই স্মৃতি বিজরিত দৃশ্য দেখে দলের অনেকেই আবেগ তাড়িত হয়ে পড়েন।

এসময় প্রতিনিধি দলের অন্যতম সদস্য নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর বীরপ্রতিক সংবাদচর্চাকে জানান- দীর্ঘদিন পর ভারতীয় সেনাবাহিনীর স্মৃতি বিজরিত দৃশ্য দেখে অামি আবেগ তাড়িত হয়ে পড়ি।  ভারত সরকারকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ এ অামাদেরকে বিভিন্নভাবে সহায়তা করার জন্য।

বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন লে. জেনারেল (অব) মোল্লা ফজলে আকবর, সংসদ সদস্য আবদুস শহীদ ও সংসদ সদস্য ওয়াসেক আয়শা খান।