আজ রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফেসবুক ছেড়ে তরুণ প্রজন্ম কে বই পড়তে হবে: বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার:
ফেসবুক ছেড়ে তরুণ প্রজন্মকে অধিক হারে বই পড়ার আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
শুক্রবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে  রূপগঞ্জ উপ‌জেলার গাজী ভব‌নে ক‌বি মোহাম্মদ শ‌ফিকুল ইসলাম এস আলমের লেখা “রহম‌তে ভরা আরব দেশ” বই‌য়ের মোড়ক উম্মোচন শেষে মন্ত্রী এ কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, বই পড়ার মাধ্যমে মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। বাংলার ইতিহাস ঐতিহ্য জানতে হলে প্রত্যেকটা মানুষকে অধিক হারে বই পড়তে হবে। কিন্তু দু:খের বিষয় বর্তমানে আমাদের তরুণ প্রজন্ম সারা দিন অনলাইন ফেসবুকে সময় নষ্ট করে। যা বাঙালি জাতির জন্য হুমকি।
এসময় উপস্থিত ছিলেন,  রূপগঞ্জ উপ‌জেলা মহিলা ভাইস চেয়ারম্য‌ান সৈয়দা ফের‌দৌসী আলম নীলা, উপ‌জেলা আ ওয়ামীলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক এনামুল হক ভুঁইয়া,  দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সভাপ‌তি মোহাম্মদ জা‌হেদ আলী, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, তা‌বিবুল কা‌দির তমাল,আব্দুল মান্নান মু‌ন্সি, ক‌বি মোহাম্মদ শ‌ফিকুল ইসলাম এস আলমসহ অ‌নে‌কে।