আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফেসবুকে রিভলবার চালিয়ে ভিডিও, গ্রেফতার কিশোর

নারায়ণগঞ্জের ফতুল্লার কিশোর ফারহান আহম্মেদ রাহুল ওরফে তানভীর।  গতকাল ভোরে ফেসবুক স্টোরিতে রিভলবার দিয়ে গুলি চালানোর ভিডিও শেয়ার করে লিখেছিল ” ফাস্ট টাইম মেশিন চালাইলাম”। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো চলে নানা আলোচনা। সংবাদ প্রকাশিত হয় বেশ কয়েকটি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে। সেই সূত্রে ফতুল্লা মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে ওই কিশোরকে।

সোমবার ২২শে মার্চ রাত সাড়ে তিনটার দিকে ফতুল্লার দাপা বেপারীপাড়াস্থ তার নিকটাত্মীয়ের বাড়ী থেকে তাকে আটক করা হয় ।

আটকের বিষয়টি নিশ্চিত করেছে ফতুল্লা মডেল থানার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান।

আটককৃত তানভীর ফতুল্লা থানার দাপা কবরস্থান রোডের মৃত কুদ্দুস হাজীর ভাড়াটিয়া ও ফতুল্লা পোস্ট অফিস বাস্ট স্ট্যান্ড মাজার সংলগ্ন চায়ের দোকানদার নজরুলের পুত্র।

ফেসবুক স্টোরিতে শেয়ার করা ভিডিওতে শুধুমাত্র গুলি করার দৃশ্যটি দেখা যায়। ভিডিও’র ওপর লেখা ছিল ‘ফাস্ট টাইম মেশিন চালাইলাম’। দেখা যায়, যিনি গুলি ছুড়ছিলেন তার পাশে দাঁড়িয়ে ভিডিওটি করছিলেন অন্য কেউ। তবে কারো মুখোচ্ছবি ভিডিও করা হয়নি। কিন্তু ফেসবুক প্রোফাইলের ছবিতে পরিহিত বেগুনি রংয়ের পাঞ্জাবীর সাথে গুলি করার সময় ব্যবহৃত হাতের বেগুনি রংয়ের পাঞ্জাবীর হাতার মিল রয়েছে।