আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফের মদনপুরে খলিল-আমির গ্রুপের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক:

বন্দরের মদনপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খলিলুর রহমান মেম্বার ও স্থানীয় যুবলীগ নেতা আমির হোসেন গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটে।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে বন্দরের মদনপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খলিল মেম্বার ও আমির হোসেন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দেশীয় অস্ত্র ও লাঠি-সোটা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুই পক্ষেরই ৪-৫ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।