সংবাদচর্চা রিপোর্ট
এবার সেই তাজ জুট মিলের জায়গা দখলের নতুন ফন্দি এঁটেছে সিদ্ধিরগঞ্জের নজরুল ওরফে ছোট নজরুল। চাঁদাবাজির মামলায় জামিনে বের হয়ে সে আনন্দ মেলার নামে ওই জায়গাটি নিজের কব্জায় নিতে চাইছে। নিজেকে যুবলীগ নেতা পরিচয় দিলেও তার বিরুদ্ধে মাদক সেবনের মতো অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছে, এমন দু’একজনের জন্য বদনাম হয় দলের। উল্লেখ্য, চাঞ্চল্যকর সাত খুনের মামলার মাস্টার মাইন্ড কারাগারে আটক নূর হোসেনের একজন সহযোগী ছিলেন এই ছোট নজরুল।
গত ২২ এপ্রিল মর্ডান গ্রুপ অব কোম্পানির ল্যান্ড এ্যাক্সিকিউটিভ আজমত আলী সিদ্ধিরগঞ্জ থানায় একটি চাঁদাবাজির মামলা করেন। ঐ মামলায় ২৩ এপ্রিল মঙ্গলবার সন্ত্রাসী ছোট নজরুলকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। মর্ডান গ্রুপ অব কোম্পানির ল্যান্ড এ্যাক্সিকিউটিভ ও মামলার বাদী আজমত আলী অভিযোগ করেন, তাদের কেনা জমিতে কাজ করতে গেলে সন্ত্রাসী নজরুরল তার ছোট ভাই জহির ও সহযোগী খালেক তাদের কাছে এক কোটি টাকা চাঁদা দাবী করেন। না দিলে এর পরিনাম ভয়াবহ হবে বলে হুমকি দেন। এ মামলায় কিছু দিন আগে জামিনে বের হয়ে আসে ছোট নজরুল। এরপর কিছু দিন চুপচাপ থাকলে কয়েকদিন আগে তাজ জুট মিলের মাঠে আনন্দ মেলার গেট করে। এ বিষয়ে আজমত আলী জানান, আমাদেরকে সে (ছোট নজরুল) প্রথমে জানিয়েছিলো আপস করার কথা। পরে সে আনন্দ মেলার নামে গেট করে। এর আগে থেকেই সে মিলের অভ্যন্তরে গিয়ে মাদক সেবনসহ নানা অনৈক কান্ড করে।
এর আগে ২০১৭ সালে ছোট শিমরাইল ট্রাক স্ট্যান্ডে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে নজরুল ও তার ভাই জহিরুল ইসলাম কে আটক করেছিলো র্যাব-১১। অনুসন্ধানে জানা গেছে, সাত খুনের প্রধান আসামী নূর হোসেন এলাকা ছাড়ার পরও বন্ধ হয়নি দখল আর চাঁদাবাজি। ২০১৬ সালের সিটি নির্বাচনে নজরুল কারাগারে থাকা নুর হোসেনের সমর্থন নিয়েছিলেন। নির্বাচনের প্রচার প্ররচনায় নুর হোসেনের পরিবারের সদস্যরা প্রকাশ্যে মাঠে নেমেছিলেন। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে ওয়াকওয়ের বহু গাছ কেটে টাকা আত্বসাত করে ঐ স্থানে অবৈধভাবে বালু ও পাথরের ব্যবসা করার অভিযোগ আছে। তাদের ভয়ে এলাকাবাসী কিছু বলার সাহস পায়না। সূত্র মতে, নজরুলের ভাই ভাই জহিরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৮টি মামলা রয়েছে। এবং তার আরেক ভাই চিহ্নিত মাদক ব্যবসায়ি মনির হোসেনের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে ১১টি মামলা রয়েছে বলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়।
এদিকে তাজ জুট মিলের ছোট নজরুলের অবৈধ আনন্দ মেলার বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ্ পারভেজের কাছে জানতে চাইলে তিনি বলেন, জেলা প্রশাসক ও পুলিশ প্রশসানের অনুমতি ব্যতিত কেউ মেলা করতে পারবে না। বিষয়টি আমার জানা ছিলো না। তথ্যে সত্যতা নিশ্চিত করে এই বিষয়ে জরুরী ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র মতে, পরে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়েছে।