ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ নায়িকা ওয়েব সিরিজ ও সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি এ নায়িকা ‘ইয়েস ম্যাডাম’ নামক শিরোনামের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।
এ প্রসঙ্গে চিত্রনায়িকা পপি বলেন, ‘জন্মদিনের সারপ্রাইজড হিসেবে নির্মাতা রকিব ভাই আমাকে এ সিনেমায় চুক্তিবদ্ধ করান। আর সিনেমাটির গল্প ও চিত্রনাট্য আমাকে কেন্দ্র করেই করা হয়েছে। এ ছবিতে আমাকে অ্যাকশন লুকে দেখতে পারবেন দর্শক।’
পপি জানান, শুধু এ ছবিটি নয়, আরও বেশকিছু ছবিতে কাজের ব্যাপারে কথা হচ্ছে। শিগগিরই আরো কয়েকটি সিনেমায় কাজ শুরু করব। হাতে বেশকিছু কাজ আছে। সেগুলো করছি।
জানা গেছে, আগামী ১ নভেম্বর থেকে কক্সবাজারে ‘ইয়েস ম্যাডাম’ শুটিং শুরু হবে। ছবিটি নির্মাণ করবেন রকিবুল আলম রকিব।
এদিকে সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ সিনেমার কাজ শেষ করেছেন পপি। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আমিন খান। কাজ করছেন আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ও শোভার ‘সেইভ লাইফ’ সিনেমায়।
সম্প্রতি অনলাইনে মুক্তি পাওয়া ‘গার্ডেন গেম’ ও ‘ক্যান্ডেল লাইট’ নামের দুটি ওয়েব সিরিজে কাজ করেও বেশ প্রশংসিত হয়েছেন পপি।

