আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফের জয়নালের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

সংবাদচর্চা রিপোর্ট:

চাঁদাবাজি মামলায় গ্রেফতার নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি আল জয়নালের বিরুদ্ধে ফের চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে। ৩০ এপ্রিল মঙ্গলবার আল জয়নাল সহ ৩ আসামীর বিরুদ্ধে ২৫ লাখ টাকার চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। নারায়ণগঞ্জের টানবাজারে এস এম মালেহ রোডের বাসিন্দা আহমেদ জুবায়ের বাদী হয়ে এই মামলা দায়ের করেন। একই সাথে মামলায় ৮ থেকে ১০ জন অজ্ঞাত রয়েছে।

এর আগে গত ২৩ এপ্রিল কালীরবাজারে ২২ লাখ টাকা চাঁদাবাজির মামলায় গ্রেফতার করা হয় আল জয়নালকে। কালীরবাজার স্বর্ণ ব্যাবসায়ী মালিক সমিতির সভাপতি রহমতউল্লাহ ফারুক বাদী হয়ে সদর থানায় ওই মামলার দায়ের করেন। ওই মামলায় জয়নালের ১০ দিন রিমান্ড চাওয়া হলেও আদালত তা না মঞ্জুর করেন।

মামলার নামীয় অন্যান্য আসামীরা হলেন হাফিজুর রহমান লিংকন (৩৯), মির্জা মনির (৩), শীতল পাল(৩২)।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, জাতীয় পার্টির নেতা আল জয়নালের নামেও একটি মামলা দায়ের করা হয়েছে।