আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফের ক্যাটরিনার উত্তাপ

সংবাদচর্চা ডেস্ক :সবসময়ই আলোচনার শীর্ষে থাকেন বলিউড ডিভা ক্যাটরিনা কাইফ। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে সালমান খানের সঙ্গে তার নতুন ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’।

দর্শকরা অপেক্ষা করে রয়েছেন জনপ্রিয় এই জুটিকে আবার পর্দায় দেখার জন্য। তবে এবার অন্য একটি কারণে আলোচনায় চলে গেলেন ক্যাটরিনা কাইফ।

শনিবার নিজের ফটো শেয়ারিং ওয়েবসাইট ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন ক্যাটরিনা কাইফ। ছবি পোস্ট করতেই সেই ছবির উত্তাপ ছড়িয়ে পড়েছে তার ভক্তকুলের মাঝে। ছবি দেখে ভক্তদের একটাই মত, এত হট লুকে তারা এই নায়িকাকে আগে কখনো দেখেননি।

আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে আলি আব্বাস জাফরের থ্রিলার ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’। সেই প্রসঙ্গে ক্যাটরিনা কাইফ বলেন, ‘কী কাজ করছি, সেই বিষয়ে আমি সবসময়ই মনযোগ দিই। যে ধরনের ছবি করছি, তাতে আমি খুবই সন্তুষ্ট। নতুন নতুন লোকের সঙ্গে কাজ করে অনেক অভিজ্ঞতা হচ্ছে।

প্রসঙ্গত, ‘টাইগার জিন্দা হ্যায়’ ছাড়াও তাকে খুব শীঘ্রই আমির খান এবং অমিতাভ বচ্চনের সঙ্গে ‘থাগস অফ হিন্দুস্থান’ ছবিতে দেখা যাবে।

পিডিএসও/রিহাব

সর্বশেষ সংবাদ