বেনাপোল সীমান্ত থেকে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক
মোঃ রাসেল ইসলাম,শার্শা বেনাপোল প্রতিনিধি: বেনাপোল বড়আঁচড়া গ্রাম থেকে ৩ বোতল ফেন্সিডিল সহ ডালিম মোল্যা (২৭) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
মঙ্গবার সকাল ১২ টার সময় বড়আঁচড়া গ্রাম থেকে তাকে এই মাদকদ্রব্য সহ আটক করা হয়।
বেনাপোল ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মোঃ রাহাতুল বলেন, গোপন সংবাদের মাধ্যামে জানতে পারি বড়আঁচড়া গ্রাম দিয়ে ডালিম মোল্যা নামে এক মাদক ব্যাবসায়ী মাদক পাচার করছে। এসময় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৩ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা ও তাকে সোপর্দ করা হবে বলে তিনি জানান।