আজ মঙ্গলবার, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুল দিতে এসে নিখোঁজ ছাত্রী উদ্ধার

রূপগঞ্জে শহীদ মিনারে ফুল দিতে এসে নিখোঁজ ৭ম শ্রেণির এক ছাত্রী ও তার বান্ধবীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ঐ ছাত্রীর মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অপহরণকারী কাউছার ওরফে আরিয়ানকে গ্রেফতার করেছে। গ্রেফতারের বিষয়টি সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান। তিনি জানান, আসামিকে শনিবার নারায়ণগঞ্জ কোর্টে চালান করে দেয়া হয়েছে।

জানা গেছে  স্মৃতি আক্তার জেলার বন্দর থানার আলী নগর এলাকার মামুন মিয়ার মেয়ে। সে মাসুমাবাদ এলাকায় তার ফুফুর বাড়িতে বসবাস করে হাটাব এলাকার মিঠাব আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেনীর শিক্ষার্থী। শুক্রবার সকালে স্মৃতি আক্তার ও তার বান্ধবী হাফসা আক্তার ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাড়ি ফেরার পথে বন্দর এলাকার বন্দর থানার কল্যানদী এলাকার মামুনের ছেলে কাউছার ওরফে আরিয়ান ও অজ্ঞাত ২/৩ জন একটি সিএনজি উঠিয়ে অপহরন করে। পরে অপহরকারীর বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।