: নারায়ণগঞ্জ মহানগর বিএনপি পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হওয়ায় সভাপতি অ্যাড. আবুল কালামেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আয়েশা আক্তার দিনা। সোমবার (০৪ নভেম্বর) বিকালে নগরীর কালিরবাজার এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে অ্যাড. আবুল কালামের সাক্ষাত করেন দিনা।
এসময় কাউন্সিলর দিনা অ্যাড. আবুল কালামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে চাইলে তিনি তা গ্রহণ করেননি। অ্যাড. আবুল কালাম বলেন, ফুলেল শুভেচ্ছা গ্রহণ করার মত সময় এখন আসেনি। এখন আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা কারাবন্দি এবং তিনি খুবই অসুস্থ। এখন শুধু তার জন্য দোয়া করা দরকার। শুধু তাই নয়, দেশনেত্রীর মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, আজ আমাদের আরও একটি দু:খের সময়। আজ আমাদের দলের ভাইস চেয়ারম্যান, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে দলের আরও এক অপূরনীয় ক্ষতি সাধন হয়েছে। তাই চলুন আজ আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।
এসময় মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউসার আশা ও আইন বিষয়ক সম্পাদক আনিস মোল্লা ছাড়াও মহিলা দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর (সোমবার) কারামুক্ত হয়ে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দরা অ্যাড. আবুল কালামের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় নেতৃবৃন্দরা তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে খালেদা জিয়া কারাবাসে থাকায় তিনি তা গ্রহণ করেননি। তিনি তখন নেতাকর্র্মীদের বলেছেন, সেই দিনই ফুলেল শুভেচ্ছা গ্রহণ করবো, যেদিন গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির হবে।