নিজস্ব প্রতিবেদক:
ফতুল্লার অক্টো অফিসের এক বাসায় অভিযান চালিয়ে ৬ শ’ ক্যান বিয়ারসহ ঢাকা আরামবাগ ক্লাবের ফুটবলার মো. কাশেমকে (৩২) আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২৪ এপ্রিল) ভোরে শহরের অক্টো অফিস এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। আটক কাশেম অক্টো অফিস এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
এবিষয়ে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র পরিদর্শক হুমায়ুন বলেন, ফুটবলার কাশেম শহর ও আশপাশের এলাকায় পাইকারিভাবে বিয়ার বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে তার নিজ বাসায় অভিযান চালানো হয়। অভিযানে ওই বাসা থেকে ৬ শ’ ক্যান বিয়ারসহ কাশেমকে আটক করা হয়েছে।