আজ রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফায়ার সার্ভিসের শীতবস্ত্র বিতরণ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ৪র্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল ১৯ ডিসেম্বর অধিদপ্তরের সম্মেলন কক্ষে সকাল ১১টায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতাধিক কর্মচারীর হাতে শীতবস্ত্র তুলে দেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে বিভিন্ন কাজের উদ্যোগ নেয়া হয়েছে। ইতিপূর্বে কর্মকর্তা-কর্মচারীদের অফিসে গমনাগমনের জন্য তিনটি বাস প্রদান করা হয়েছে; অসুস্থ ও আহত কর্মচারীদের অর্থ সাহায্য প্রদান করা হচ্ছে, মেধাবী সন্তানদের বৃত্তি প্রদানসহ নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ ধারা অব্যাহত রাখার মাধ্যমে কর্মচারীদের কল্যাণে ওয়েলফেয়ার ট্রাস্ট কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে একই দিন সকালে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন অধিদপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের শিশু সন্তানদের কর্মকালীন সময়ে নিরাপদ ও মনোরম পরিবেশে নিশ্চিতকরনের লক্ষ্যে অধিদপ্তরে একটি চমৎকার ডে-কেয়ার সেন্টারের শুভ উদ্বোধন করেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) যুগ্মসচিব মোঃ হাবিবুর রহমান, পরিচালক (অপাঃ ও মেইনঃ) লে. কর্ণেল জিল্লুর রহমান, পিএসসি; ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউল হকসহ অধিপ্তরের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।