আজ শনিবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফাতেমা মনিরের জামাতা ইমরান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চোরাই সিমেন্টসহ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ফাতেমা মনিরের মেয়ের জামাতা ইমরান ও তার ১জন সহযোগীকে কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে আলীগঞ্জ এলাকা থেকে ৮১ বস্তা চোরাই সিমেন্ট উদ্ধার ও তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরির্দশক (তদন্ত) শাহাদাত হোসেন জানান, রাজুর গ্রেজের সামনে ৮১ বস্তা চোরাই সিমেন্টসহ ফতুল্লার নাজির হোসেনের ছেলে ইমরান ও মৃত খাবর আলীর ছেলে এরশাদকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে উদ্ধারকৃত সিমেন্টগুলো মেট্রো নামের একটি প্রতিষ্ঠানের চুরি হওয়া সিমেন্ট বলে জানান তিনি।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম হোসেন জানান, ট্রাক থেকে চুরি করা বিভিন্ন কোম্পানির সিমেন্ট কেনা ও বেচা করতো গ্রেপ্তারকৃতরা। ইমরান মুলতো চোরাই সিমেন্টের ব্যবসা করে। চোরেরা কৌশলে ট্রাক থেকে সিমেন্ট নামায় আর সেই চোরাই সিমেন্ট ক্রয় করে তা গোডাউনে মজুত রাখা হতো। পরে তা ফতুল্লাসহ আশপাশের এলাকায় বিক্রি করতো সে। ভাইস চেয়ারম্যান ফাতেমা মনিরের জামাতা র্দীঘদিন ধরে চোরাই সিমেন্টের সাথে সংযুক্ত রয়েছে বলে জানান তিনি।
মেয়ের জামাতার বিষয়ে সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ফাতেমা মনিরের কাছে জানতে চাইলে তিনি জানান, ওটা কে আমি জানি না। আমার পরিস্কার কথা লিখেন, যে পাপ করবে সে শাস্তি পাবে। সে আমার জামাই না । তার পরিচয় হলো সে ভূমিদস্যু হাজী মনিরুউদ্দিনের ভাইয়ের ছেলে। তিনি আরও জানান, অনেক মুরব্বিরাও তো কত কিছু করছে তাদের কে ধরেন না কেন। তবে সেই মুরুব্বি কারা তা ভাঙ্গেননি এ আলোচিত-সমালোচিত নারী জনপ্রতিনিধি।
উল্লেখ্য, কিছু দিন আগে থানায় ঢুকে তাফালিং করার অভিযোগে ফাতেমা মনিরকে আটক করেছিলো পুলিশ। পরে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নেন।