নিজস্ব প্রতিবেদক: ওয়ানপ্লাসের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন ওয়ানপ্লাস ৭-এর ছবি ফাঁস হয়েছে।
চলতি বছরের মে বা জুনে উন্মোচনের কথা ছিল; কিন্তু এখনই ছবি ছড়িয়ে পড়েছে অনলাইনে।
টুইটারে পোস্ট করা একটি ছবিতে, ওয়ানপ্লাস সিক্স-টির পাশাপাশি ওয়ানপ্লাস ৭-এর দেখা মেলে। দুটি ফোনেরই পেছন দিকটা ঢাকা ছিল ইন্ডাস্ট্রিয়াল কেইসে। ফোনটির বেজেল ওয়ানপ্লাস সিক্স-টির মতোই সরু। তবে ওয়ানপ্লাস সিক্স-টিতে নচ থাকলেও নতুন ফোনে কোনো নচ দেখা যায়নি। তাই ধারণা করা হচ্ছে, ফোনটিতে থাকবে স্লাইডার ক্যামেরা।
ওয়ানপ্লাস-৭-এ থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর। এতে থাকতে পারে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা। বিভিন্ন সংস্করণের র্যাম ও রমে পাওয়া যাবে ডিভাইসটি।
গত ১ নভেম্বর থেকে বাজারে বিক্রি শুরু হয় ওয়ানপ্লাস সিক্স-টি। ৬ দশমিক ৪১ ইঞ্চির ফোনটিতে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে। ফোনটির পেছনে রয়েছে ২০ ও ১৬ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা। সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এতে ব্যবহৃত হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর। ব্যাকআপ দিতে রয়েছে ৩৭০০ এমএএইচ ব্যাটারি।