আজ সোমবার, ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফাঁকা বিএনপি

ভোটের আমেজ ছাড়াই শুরু হয়েছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনের ভোট গ্রহণ । বিএনপিপন্থী আইনজীবীরা এখনো পর্যন্ত ভোট কেন্দ্রে আসে নি। তাদের আসনগুলো ফাঁকা রয়েছে । যদিও ভোট গ্রহণের  ঠিক আগের দিন মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা। একই সাথে নির্বাচন বর্জন করেছেন স্বতন্ত্র প্রার্থী এড. রোমেল মোল্লা ও এড. মামুন সিরাজুল মজিদ।

ভোটের নিয়ম অনুযায়ী  বিএনপির প্রার্থীদের প্রার্থীতা বৈধ। তাদের নাম এবং মার্ক ব্যালট পেপারে রয়েছে।

আওয়ামীপন্থী আইনজীবীদের দাবি ভোটবর্জন করা বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে। তারা পরাজয়ের গন্ধ আগেই পেয়েছিলো। এবারের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি নানা কৌশল অবলম্বন করেছে।

এবারের  নির্বাচনে ১৭টি পদের বিপরীতে অংশগ্রহণ করেছিলো ৫১ জন প্রার্থী। গত বারের নির্বাচনে বিএনপি শেষ পর্যন্ত মাঠে ছিলো।