আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় ২ শ’ ইয়াবাসহ আটক-১

বন্দরে ইয়াবা ও গাঁজা

ইয়াবাসহ আটক

 

নিজস্ব প্রতিবেদক:
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী বিশেষ অভিযানে ফতুল্লায় আনোয়ারুল ইসলাম (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৭ মে) সকালে কুতুবআইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২ শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সাব ইন্সপেক্টর আব্দুস সালাম জানান, রোববার সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা সংলগ্ন কুতুবআইল ব্যাংক মোড়স্থ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকার মো. আলিমুদ্দীনের বাড়ির ভাড়াটিয়া আনোয়ারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির গোছা হতে একটি নীল রঙের প্যাকেট ভর্তি ২ শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আনোয়ারুল দীর্ঘদিন নানা বেশে এলাকায় মাদক বিক্রি করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার কয়েকজন সহযোগীর নাম বলেছে। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক তমিজউদ্দিন মৃধা বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছেন।