আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় সালাউদ্দিনকে মারধর থানায় মামলা দায়ের

নিজস্ব সংবাদদাতা : ফতুল্লার বক্তাবলী কানাই নগর এলাকায় পূর্ব শত্রুতার বিরোধের জের ধরে সালণাউদ্দিন (৬০) কে মারধর করেছে আলমগীর হোসেন ও তার ছেলেরা। এ ঘটনায় ২২ ডিসেম্বর সকালে ফতুল্লা মডেল থানায় সালাউদ্দিন বাদী হয়ে একটি মারামারি মামলা দায়ের করেছে। মামলা নং ৭৬(১২)১৭।

এ মামলার অভিযোগ সূত্রে জানাযায়, ফতুল্লার বক্তাবলীর কানাই নগর এলাকার মৃত হাজী অশক আলীর ছেলে মো. সালাউদ্দিন । তার সাথে এই এলাকার আলমগীর হোসেনের সাথে বিরোধ চলে আসছে।পূর্ব শত্রুতার জের ধরে গত ১২ ডিসেম্বর দুপুর ২টায় আলমগীর হোসেনের ছেলে আনিস (২২),আতিক (২০) ও তাদের সহযোগিরা সালাউদ্দিনকে মারধর করে রক্তাক্ত জখম করেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা শেষে ২২ ডিসেম্বর (শুক্রবার) আলমগীরসহ ৪/৫ জনকে আসামী করে ফতুল্লা থানায় মামলা দায়ের করেছে।