আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় শিশুর গলিত লাশ উদ্ধার

সংবাদচর্চা রিপোর্ট

ফতুল্লার জামতলার ডাক্তার গলি থেকে এক মেয়ে শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ । সোমবার(১ এপ্রিল) সকাল ৯টায় এক মাসের একটি শিশুর তিন টুকরা কাটা লাশ জামতলা শাহীন ডাক্তার রোডে চিট চ্যাট রেস্টুরেন্ট সামনে থেকে এক মাসের একটি শিশুর অর্ধেক শরীর পড়ে থাকতে দেখে এলাকাবাসী ৯৯৯ কল দিয়ে জানালে ৯৯৯থেকে ফতুল্লা মডেল থানায় খবর দেওয়া হয়।থানা থেকে উপ-পরিদর্শক মুঈনুল ইসলাম ঘটনাস্থলে আসেন এবং লাশটির অপর একটি অংশ ময়লায় স্তুপ থেকে উদ্ধার করে। কাটা লাশের ব্যাপারে প্রত্যক্ষদর্শী হাসান বলেন,সকালে আমি চাকুরীতে যাবার সময় রেস্টুরেন্ট এর সামনে একটি শিশুর এক টুকরা কাটা লাশ পরে থাকতে দেখি এবং পাশে একটি কুকুর বসে পাহারা দিচ্ছে।

আমি তা দেখি ৯৯৯ কল দিয়ে জানালে ফতুল্লা থানায় আমার সাথে যোগাযোগ করিয়ে দেয়।তার ৩০ মিনিট পর ফতুল্লা থানা থেকে পুলিশ আসে এবং ময়লার স্তুপ থেকে থেলানো মাথাটি উদ্দ্বার করে। কাটা শিশুর লাশের ব্যাপারে ফতুল্লা থানার উপ-পরিদর্শক মুঈনুল ইসলাম বলেন, প্রাথমিক তথ্য মতে কে বা কারা শিশুটিকে কি জন্য হত্যা করেছে তা আমরা জানি না তবে শিশুটিকে তিন টুকরা করে হত্যা করা হয়েছে।শিশুটির কপাল,মুখ মন্ডল,ঠোট থেতলানো।চোখ নেই।

গলা থেকে বুক পর্যন্ত কাটা হয়েছে,গলা হাত দুটি নেই।কোমর থেকে পা দুটি স্বাভাবিক কিন্তু দুই পা হালকা বাঁকানো।এছাড়া যৌনাঙ্গ স্বাভাবিক শুধু মলদ্বার দিয়ে হালকা রক্ত নির্গম হয়েছে।তবে শিশুটিকে কিভাবে বা কেনো মারা হয়েছে তার সঠিক তথ্য আমাদের জানা নেই তাই ময়নাতদন্তের জন্য ভিক্টেরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে শিশুটিকে।

এলাকাবাসীর ধারনা কেউ অবৈধ্য সম্পর্কের ফসল হতে পারে শিশুটি।লোক লজ্জার ভয়ে শিশুটিকে জানোয়ারের মত হত্যা করা হয়েছে।